ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৮

১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৫৮ - দ্বিতীয় ভ্লাদিস্লাভ বোহেমিয়ার রাজা হন।

১৬১৩ - মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।

১৬৯৩ - ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রায় ষাট হাজার লোকের মৃত্যু হয়।

১৭৫৯ - যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কম্পানি যাত্রা শুরু করে।

১৭৭৯ - চিং-থাং কোম্বা মণিপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৭৮২ - সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে।

১৮৪৬ - নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।

১৮৭৯ - এ্যাংলো-জুলু যুদ্ধ শুরু।

১৯০৮ - গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়।

১৯২২ - মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।

১৯২৬ - জেদ্দায় ইবনে সউদ কর্তৃক নিজকে হেজাজের বাদশাহ ঘোষণা করেন।

১৯২৮ - সোভিয়েত রাশিয়ার নেতা জোসেফ স্টালিন তৎকালীন বলশেভিক নেতা লিও ট্রটস্কিকে নির্বাসনে প্রেরণ করেছিলেন।

১৯৩৮ - চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইয়াংসি নদী ব্যুরোর মুখপত্র “সিনহুয়া ডেইলি” উহান শহরের হানখৌতে প্রকাশিত হয়।

১৯৭২ - বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।

১৯৭৬ - ইকুয়েডরে শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থান ঘটে।

১৯৭৯ - ইরানের ইসলামী বিপ্লবের সবচেয়ে স্পর্শকাতর সময় চলছিলো।

১৯৯২ - আলজেরিয়ার প্রেসিডেন্ট শাদলি বেনজাদিদ পদত্যাগ করেন।

২০০২ - বাংলাদেশের কূটনীতিক কিউএ এম এ রহিম সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০০২ - কিউবার গুয়ান্টানামো বে অবস্থিত মার্কিন নির্যাতন শিবিরে প্রথম বন্দিদের প্রেরণ করা হয়েছিলো।

জন্ম:

১৫৫৪ - জাপানের কোমইয়োর।

১৭৫৫ - মার্কিন রাজনীতিজ্ঞ আলোজান্ডার হ্যামিলটন।

১৮৪২ - উইলিয়াম জেম্‌স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৫৯ - ভারতের ভাইসরয় লর্ড কার্জন।

১৮৬৪ - যুক্তরাজ্যের সেলফরিজ এন্ড কোং নামের চেইন স্টোরের প্রতিষ্ঠাতা এইচ. জর্জ সেলফরিজ।

১৮৬৮ - চীনের আধুনিক শিক্ষাবিদ ছাই ইউয়ানফেই।

১৮৭৩ - হিব্রু কবি হাইম বিয়ালিক।

১৯০৩ - মহান আন্তর্জাতিকতাবাদী যোদ্ধাজেকব রোসেনফেল্ড।

১৯৩৪ - টোনি হোর, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৮ - মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

১৯৪৫ - সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।

মৃত্যু

১৫৫৪ - ইতালির শিল্পী ডোমেনিকো ঘির্লানদাইয়ো।

১৭৬২ - ফরাসি ভাস্কর লুই ফ্রাঁসোয়া রুবিইয়ক।

১৮৯১ - পারিসের পুনঃপরিকল্পক জর্জ ওউসমান।

১৯২৮ - ইংরেজ ঔপন্যাসিক টমাস হার্ডি।

২০০৮ - এড্‌মান্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী।

২০১৪ - এরিয়েল শ্যারন, ইসরায়েলের ১১তম প্রধানমন্ত্রী।

২০১৪ - মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশের বিচারপতি।

২০১৫ - চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত