ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

যারা মুখ ফুটে চাইতে পারে না তাদের জাকাত দিন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২১, ১১:২৮

যারা মুখ ফুটে চাইতে পারে না তাদের জাকাত দিন
ফেসবুক থেকে সংগৃহীত

আমরা সাধারণত যাদের গরিব অসহায় মনে করি, তারা কি আসলে এতটা অসহায়? অন্ত থেকে প্রত্যন্তে দেখেছি--- কেউ ভ্যান রিকশাওয়ালা মনে করলেই ভাবেন তারা অসহায়। আসলে তা নয়। একজন ভ্যানওয়ালার দৈনিক আয় কত খবর নেন। একজন কৃষি শ্রমিকের দৈনিক আয় কত হিসেব নেন, একজন ঝাল মুড়িওয়ালার দিনে আয় কত হিসেব নেন, একজন করিমন/ নছিমন/ অটো বাইকওয়ালার আয় কত হিসেব নেন।

আমার বন্ধু তালিকায় অনেক সংবাদকর্মী আছেন। তাই তাদের বলছি--- মফস্বল তো আব্দুল কুদ্দুস নাই, ঢাকার অনেকেও হিসাব মেলান তাদের আয়ের সাথে !! তাহলে বলবেন এই পোস্টদাতাই যত গরিব। না, তাহলে আল্লাহপাক নারাজ হবেন। আল্লাহপাক পারিবারিকভাবে আমাদের অনেক ভাল রেখেছেন। নিয়মিত জাকাত দেয়ার অংশ হিসেবে এবারও দিব ইনশাল্লাহ। কিন্তু কাকে? এখানেই কথা। আসলে গরিব খুঁজেন।

দেখেন মাসে ২০ হাজার টাকা বেতন পায় অনেকে। কিন্তু লকডাউনের জন্য তার বেতন বন্ধ। কিন্তু পরিবার পরিজন নিয়ে স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়ে তিনি দেনায় জর্জরিত। চাইতেও পারে না, পায়ও না কিছু।

আর শ্রমিকরা আয় করেন, বয়স হলে ভাতা খান, ভিজিডির গম খান, বউ সন্তানসম্ভবা হলে ভাতা নেন, তাদের আবার সামাজিক স্ট্যাটাসও মেইনটেইন করা লাগে না। তাদের দিলেই না নেই। তারা ব্যাগ ধরতে পারে। তাদের সঞ্চয় আছে। দিলে না করে কি? তাই আপনারা সাহায্য করেন, দেখে-শুনে-বুঝে। যাদের দরকার কিন্তু মুখ ফুটে চাইতে পারছেন না তাদের!

আমি কারো ছোট করার জন্য লিখিনি, কারো হেয় করার জন্য লিখিনি। শুধু নিজের বাস্তব অভিজ্ঞতাটা লিখলাম। তাই বিষয়টি বাস্তব সম্মত মনে হলে যাদের দরকার কিন্তু চাইতে পারছেন না, তাদের গোপনে দিন, বিকাশ করে দিন, যেচে দিন। শুভকামনা সবার জন্য।

আমিনুল ইসলাম জুয়েল লেখকের ফেসবুক থেকে সংগৃহীত

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত