ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বাবা দিবসে সাজেদুর আবেদীন শান্ত'র কবিতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২১, ০৭:৪২

বাবা দিবসে সাজেদুর আবেদীন শান্ত'র কবিতা
ছবিঃ নিজস্ব

অশ্বত্থ আমার বাবা—

আমি ভয় পাই না ।

আমি পথচলতে থাকি নিভৃতে !

ভয় কি জিনিস আমি বুঝি না,

হাঁটতে হাঁটতে অশ্বত্থের নিচে এসে দাড়াই!

দেখি একটা চড়ুই বসে আছে।

আমাকে ডেকে বলছে,

তোমার মতো আমিও ভয় পাই না।

বললাম কেনো?

সে বললো আমার এই অশ্বত্থ গাছ বাবা আছে।

আমি চড়ুইয়ের কথা বুঝলাম না! চলে এলাম অশ্বত্থের নিচ থেকে।

আজ আমি ভয় পাই!

খুব ভয় পাচ্ছি!

পা মেপে মেপে ফেলছি মাটিতে!

গিয়ে বসলাম সেই অশ্বত্থ গাছের ছায়ায়।

চড়ুইটি আবার বলছে ,"ভয় পাও"?

আমি বলছি ,"হ্যা"।

"প্রচন্ড ভয় পাই"

চড়ুই বলছে," কেনো?"

আমি বললাম ,"আমার বাবা নাই"

আমি আজ ঠিকই চড়ুইয়ের কথার মানে বুঝেছি! আমি আজই বাবা নামক অশ্বত্থ গাছটাকে চিনেছি।

বাবা—

একদিন বাবা আর আমার বয়স শুন্য,

বাবা আর আমার আত্না এক,

বাবা আমার ঘারের উপর হাত রেখে বললো, চলো?

আমি বাবাকে বললাম, কোথায় যাবো?

বাবা কোনো কথা না বলে আবার আমায় বলে, চলো!

আমি বাবার পিছু পিছু হাঁটি,

যেতে যেতে সময়ের স্রোত পেরিয়ে চলে যাই

গোরস্তানে,

দাঁড়িয়ে থাকি আনমনে,

বাবা কে বলি

বাবা, এখানে কেনো?

বাবা আমাকে উপদেশ দেয়,

বলে, যাপিত সংসার থেকে এই গোরস্তানের প্রয়োজনীয়তা অনেক।

মদঘুম ভেঙ্গে আমি উঠে দাঁডাই,

দাড়িঁয়ে দেখি পাশে বাবা নেই,

ফোন হাতে নিয়ে,

বাবাকে ফোন করি।

আমি কিছু বলার আগেই বাবা বলে ওঠে,

কেমন আছো তুমি, আমি বেশ ভালো আছি...

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত