ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ঈদের আগেই সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২১, ১৮:২৪

ঈদের আগেই সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি
সংগৃহীত ছবি

ঈদের আগেই সাংবাদিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার ডিইউজের (একাংশ) কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক সভায় এক নেতৃবৃন্দ এসব দাবি জানান।

সভায় ডিইউজের নেতৃবৃন্দ বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজিসহ গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের মুক্তি, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি, চ্যানেল ওয়ানসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধ, চাকুরিচ্যুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল এবং ঈদের আগে সাংবাদিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান।

সভায় অবিলম্বে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানানো হয়।

ডিইউজের সভাপতি কাদের গনির সভাপতিত্বে সভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ সভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, কোষাধ্যক্ষ গাজী আনোয়ারুল হক (গাজী আনোয়ার), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম, জেসমিন জুঁই, রফিক লিটন, টাইম নিউজের ইউনিট চিফ আবুল কালাম আজাদ, অন্য দিগন্তের ইউনিট চিফ মোহাম্মদ মাসুদ, সমাচার ইউনিট চিফ আবু হানিফ, দিনের আলোর ইউনিট চিফ জুলফিকার হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/আরএ

  • সর্বশেষ
  • পঠিত