ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

অশ্রুজল

  খান মুহাম্মদ রুমেল

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৫:৫৮  
আপডেট :
 ২৮ জুলাই ২০২১, ১৬:০১

অশ্রুজল

ধরো এখন এই মধ্যরাতে যদি আমার মৃত্যু হয়!

এক ফোঁটা শিশিরের মতো নীরবে ঝরে পড়লাম!

কেমন হবে?

কেউ জানলোই না!

কেমন হবে তখন?

খুব সকালের পরে ঘুম ভাঙা চোখে ঘাসের চোখে চোখ রেখে

চিনবে তুমি,

কোন বিন্দুটা আমি?

হাজার ফোঁটায় লুকিয়ে থেকে

শিউলি তলায় লুটিয়ে থেকে

আমি ঠিকই চিনবো তোমায়।

দেখবো তোমার অশ্রুজল আমার মাঝে মিশলো কি না।

লেখক: কবি ও সাংবাদিক

বাংলাদেশ জার্নাল-বিএইচ

  • সর্বশেষ
  • পঠিত