ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: বাড়ছে প্লাস্টিক রিসাইকেলিং ব্যবসা

  ইলিয়াস সাজু, ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৮

ফটোস্টোরি: বাড়ছে প্লাস্টিক রিসাইকেলিং ব্যবসা
নদীর পানিতে প্লাস্টিক টুকরা ধুয়ে পাড়ে তুলছেন দুই শ্রমিক

ফেলে দেয়া প্লাস্টিক বোতল প্রক্রিয়াজাত ও পুনরায় বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। পাশাপাশি এ কাজে ঝুকছে অনেক নারী-পুরুষ। ধুয়ে, পরিষ্কার করে, টুকরো টুকরো করে কেটে এসব বোতল থেকে তৈরি হয় প্লাস্টিক ফ্লেকস, যা রপ্তানিও হচ্ছে অনেক দেশে।

ঢাকার রাস্তার, ড্রেন, ডোবা অথবা নদীসহ বিভিন্ন প্রান্ত থেকে প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে আনা হয় কারখানায়। বর্জ্যের স্তূপ থেকে সেগুলো বিভিন্ন প্রক্রিয়ায় রিসাইকেলিং করেন শ্রমিকেরা। বাছাইয়ের কাজ শেষে টুকরা টুকরা করে কেটে পানিতে ভাল করে ধুয়ে শুকিয়ে বিভিন্ন ধরনের ব্যবহারিক পণ্য প্লাস্টিক দিয়ে তৈরি করা। প্লাস্টিকের পণ্যগুলো দানা করে রফতানি হচ্ছে। দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হচ্ছে। এ ব্যবসায় কম পুঁজিতে লাভ তুলনামূলক বেশি।

বিভিন্ন কালারের প্লাস্টিক টুকরা আলাদা করে শুখাচ্ছেন শ্রমিকরা।

ঢাকার রাস্তায় ঘুরে প্লাস্টিক বোতল সংগ্রহ করছেন এক বৃদ্ধ।

মহিলারা মিলে প্লাস্টিকের বোতল বাছাই করছে।

প্লাস্টিকের টুকরাগুলো রোদে দিয়ে কিছক্ষণ সময় পর পর নাড়া-চাড়া করছেন এক বৃদ্ধ শ্রমিক।

শুকানোর পর প্লাস্টিকের টুকরাগুলো বস্তায় রাখা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত