ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ফটোস্টোরি: দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেলো শিক্ষাঙ্গন

  ইলিয়াস সাজু, ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫০  
আপডেট :
 ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:০২

ফটোস্টোরি: দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেলো শিক্ষাঙ্গন
শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা

করোনায় দীর্ঘ দেড় বছর পর প্রাণ ফিরে পেয়েছে রাজধানীসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের প্রাণোচ্ছল হাসি আর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। সবারই চোখেমুখে ছিলো খুশির ঝিলিক।

রোববার সময়ের অনেক আগেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে চলে আসে। প্রবেশ গেটে ছিল স্বাস্থ্যবিধির তোড়জোড়, মাস্ক পরে হাতে স্যানিটাইজার দিয়ে প্রবেশ করতে হয়। শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত ছিলেন শিক্ষক-শিক্ষিকারাও।

শিক্ষার্থীরা বলেন, এতোদিন অনলাইনে ক্লাস করেছি। এখন স্কুলে এসে ক্লাস করবো তা ভেবে খুবই ভালো লাগছে।

বিদ্যালয়ে প্রবেশ গেটে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।

মায়ের সাথে বিদ্যালয়ে আসেন এক শিক্ষার্থী ।

প্রবেশ গেটে শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করছেন শিক্ষিকা।

স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করে নিচ্ছে শিক্ষার্থীরা।

করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে দোয়া।

ক্লাসে মনোযোগ দিয়ে বই দেখছেন শিক্ষার্থীরা।

শিক্ষিকা ক্লাসে পড়া বুঝিয়ে দিচ্ছেন।

বিদ্যালয়ের মাঠে দোলনায় দুলছে শিক্ষার্থী।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত