ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

পৃথিবীতে কয়েক মিনিট, মঙ্গলে একটানা দেড় ঘণ্টা ভূমিকম্প

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৪  
আপডেট :
 ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৭

পৃথিবীতে কয়েক মিনিট, মঙ্গলে একটানা দেড় ঘণ্টা ভূমিকম্প
সংগৃহীত

মঙ্গল গ্রহে তিনটি বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে। মঙ্গল গ্রহ নিয়ে দীর্ঘদিন কাজ করা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান ইনসাইট এ তথ্য জানিয়েছে।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, পৃথিবীতে কয়েক মিনিটের কম্পন নয়, মঙ্গলের মাটিতে ভূমিকম্প হয়েছে টানা দেড় ঘণ্টা।

এর আগে গত ২৫ আগস্ট দুটি ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ২ এবং ৪ দশমিক ১ ম্যাগনিটিউড। কিন্তু সেগুলো এতক্ষণ স্থায়ী হয়নি।

সায়েন্স টেক ডেইলি জানিয়েছে, ২০১৯ সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয়। যার মাত্রা ছিল ৩.৭ রিখটার স্কেল। তবে এই ভূমিকম্পটি তার চেয়ে ৫ গুন শক্তিশালী।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত