ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: ইলিশের বাড়ি চাঁদপুর

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩১  
আপডেট :
 ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৮

ফটোস্টোরি: ইলিশের বাড়ি চাঁদপুর
চাঁদপুরে ইলিশ বোঝাই ট্রলার নিয়ে ঘাটে আসছে জেলেরা

বরাবরের মতো এবারও ছুটে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে, উদ্দেশ্য ছিল বড় স্টেশন মাছঘাট। এখন ভরা মৌসুম চলছে। ইলিশে ইলিশে ভরপুর চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ ও সড়কপথে প্রায় ৪ হাজার মণ ইলিশ এ ঘাটে এসেছে। এতে উৎসবের আমেজ বিরাজ করছে ব্যবসায়ী, জেলে ও শ্রমিকদের মধ্যে। তবে আমদানি বাড়লেও দাম কমেনি। উপকূলীয় এলাকার এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি মণ ৪৪ হাজার টাকা, ৮০০-৯০০ গ্রামের ইলিশ ৩০ হাজার টাকা এবং ৪০০ গ্রাম থেকে ৭০০ গ্রামের ইলিশ প্রতি মণ পাইকারি বিক্রি হচ্ছে ২০ হাজার টাকা দরে। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে প্রায় ২৪ ঘণ্টাই মুখর থাকছে এই পাইকারি মাছের বাজার। এখান থেকেই পদ্মার রূপালি ইলিশ ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশের নানা প্রান্তে।

জেলেরা ট্রলারে জাল নিয়ে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে

রূপালি ইলিশ ধরতে পদ্মায় পেতে রাখা জাল তুলছে

জালে ধরা পড়া ইলিশ ট্রলারের ভেতর রাখা হচ্ছে

ট্রলার থেকে ইলিশ নামাচ্ছেন জেলেরো

ইলিশ হাতে নিয়ে মহাখুশি এক মাছ ব্যবসায়ী​​

চাঁদপুর বড় স্টেশন পাইকারি ইলিশের বাজার

পাইকারি বাজারে ইলিশ মাছের স্তুপ

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত