ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

অস্ত্রোপচারের সময় কান্না, ৯৫০ টাকা জরিমানা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ১৭:৪৩

অস্ত্রোপচারের সময় কান্না, ৯৫০ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

অস্ত্রোপচারের সময় কান্না! এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু তাই বলে ফি আদায়! সম্প্রতি এমন ঘটনায় ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন একটি পোস্টে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক নারী। এ ঘটনায় হতবাক নেটিজেনরা বলছেন, এটি অযৌক্তিক ও হাস্যকর।

গণমাধ্যমসূত্রে জানা যায়, হাসপাতালে আঁচিল অপসারণ করেন মিডজ নামের এক নারী। এসময় কান্না করেন ঐ নারী। যার জন্য ফি হিসেবে অতিরিক্ত ১১ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫০ টাকা গুণতে হয়েছে ঐ নারীকে।

টুইটারে এমন পোস্টের পর যুক্তরাষ্ট্রে হইচই পড়ে যায়। দেশটির স্বাস্থ্য ব্যবস্থার জটিল প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে ইতিমধ্যে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মানুষ এটিকে দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত