ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন একাত্তর টিভি রানার্স আপ চ্যানেল আই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ১৯:০৯

চ্যাম্পিয়ন একাত্তর টিভি রানার্স আপ চ্যানেল আই

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভি এবং রানার্স আপ হয়েছেন চ্যানেল আই।

শনিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র থাকার ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। একাত্তর টিভি ২-১ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন একাত্তর টিভির গোলরক্ষক মনির মিল্লাত।

ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর এবারের আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যানেল ২৪ এর সাদমান সাকিব, সেরা গোলদাতা নির্বাচিত হন চ্যানেল আইর রাহুল রায়। ফেয়ার প্লে ট্রফি লাভ করে দৈনিক ইনকিলাব।

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর মার্কেটিং চৌধুরী কামরুজ্জামান, হেড অব কর্পোরেট ব্র্যান্ড নূরুল আফসার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মো. মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য জাহেদ হোসেন খোকন, রকিবুল ইসলাম মানিক ও আরাফাত জোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে প্রথম সেমিফাইনালে একাত্তর টিভি ২-১ গোলে চ্যানেল ২৪ কে পরাজিত ফাইনাল নিশ্চিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের জেমসন মাহবুব। দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল আই ২-০ গোলে ইনকিলাবকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের তারিকুল ইসলাম মাসুম।

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর এবারের আয়োজনে ৫০টি দল অংশ নেয়।

বাংলাদেশ জার্নাল/কেএস/আরকে

  • সর্বশেষ
  • পঠিত