ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

সুবীর বোস-এর তিন কবিতা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ২১:২১

সুবীর বোস-এর তিন কবিতা

।। রানিকথা ।।

সন্ধানে জীবন ছিল তার, ছিল সঙ্গী অভিশাপ

সামান্য যা কিছু পুঁজি ছিল তার চাষ ও আবাদ

তার-ই আড়ালে

কলসপত্রের মতো মাথা উঁচু আপাত নিরীহ ছিল ফাঁদ

সেই ফাঁদ নিয়ে এল শহুরে গলির পথে অপেক্ষার ডালে

যেখানে রঙিন ছিল রাতের জমাট বাঁধা পাপ

টোপ ছিল, হবে রাজরানি

রাতের রানি সে আজ, সঙ্গী অভিশাপ রাজাদের তরবারি প্রতিদিন বদলে যায়, ধ্বস্ত পড়ে থাকে খাপ্, শুধু একখানি।

।। আপেল বাগান ।।

আপেল বাগান থেকে পাহাড়ের ঢাল নেমে গেছে।

দূরত্বে যে নদীপথ আঁকা

সেখানে পথের বাঁকে অনাদরে পড়ে আছে একটি সকাল

রচিত দৃশ্যের মতো এইসব নদী ও পাহাড়,

কখন কীভাবে তারা বৈদ্যুতিক হয়ে ওঠে সে কথা জানলে

আমিও হুকিং শিখে সেখানেই আলো জ্বালাতাম।

।। গোধূলি বেলায় ।।

গোধূলির নীরবতা হেলে আছে গ্রামের শরীরে

রোদের নিয়ম মেনে ছায়া বড় হলে

ঘরে ফেরা সমস্ত হাঁসের ঠোঁটে জল কাঁপে ফোঁটায় ফোঁটায়

সকালে দেখেছি যাকে ধুলো পায়ে ছুঁড়ে দিল মুঠো ভরা ধান

পাখিদের অলীক ডেরায়

সে এখন নরম ডালের মতো নুয়ে আছে অপেক্ষা খেলায়

গোধূলি আকণ্ঠ হলে রোদের নিয়ম মেনে ছায়া বড় হয়

গোধূলি আকণ্ঠ হলে রীতি মেনে

আরোগ্যের পাতাগুলো অসুখ বিলায়।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত