ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন একাত্তর টিভির শাকিল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ২০:১৫

আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন একাত্তর টিভির শাকিল

একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদ ধর্ষণ ও ভ্রূণ হত্যার মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাকিল। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

গত ৪ নভেম্বর এক নারী চিকিৎসক গুলশান থানায় শাকিল আহমেদের বিরুদ্ধে ওই মামলা করেন।

ওই নারীর অভিযোগ, চাকরির জন্য সাত-আট মাস আগে তিনি শাকিলের কাছে গিয়েছিলেন। তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়।

এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছিলেন দাবি করে ওই নারী বলেন, তাতে তিনি গর্ভবতী হন। পরে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি।

তবে শাকিল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলে আসছেন, তিনি ‘ষড়যন্ত্রের’ শিকার।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল গণমাধ্যমকে জানান, শাকিলের জামিন হয়েছে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত।

গত ৮ নভেম্বর শাকিল হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন নিয়েছিলেন। এরপর উচ্চ আদালত তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।

সোমবার শাকিল আহমেদের পক্ষে শুনানি করে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিব উল্যাহ হিরু। বাদী পক্ষে সমিতির বর্তমান সভাপতি আবদুল বাতেন জামিনের বিরোধিতা করেন। মামলার বাদীও আদালতে উপস্থিত থেকে জামিনের বিরোধিতা করেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত