ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

বইমেলায় প্রথম শিশুপ্রহর: নতুন এসেছে ১১৯ বই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৬

বইমেলায় প্রথম শিশুপ্রহর: নতুন এসেছে ১১৯ বই
ছবি- সংগৃহীত

অমর একুশে বইমেলার ১২তম দিনে আজ ছিল প্রথম শিশুপ্রহর। বইমেলার প্রাঙ্গণ শিশু-কিশোরদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে পাঠক ও দর্শনার্থীদের সমাগম ছিল বেশি।

এদিকে আজ মেলায় নতুন বই এসেছে ১১৯টি। এরমধ্যে- গল্প ১০ টি, উপন্যাস ১৫ টি, প্রবন্ধ ৭ টি, কবিতা ৩৫ টি, গবেষণা ২ টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ৭ টি, জীবনী ৩টি, মুক্তিযুদ্ধ ৩ টি, বিজ্ঞান ৪টি, ভ্রমণ ৬ টি, ইতিহাস ১টি, বঙ্গবন্ধু ৪টি, ধর্মীয় ২টি, অভিধান ১টি, সাইন্স ফিকশন ২টিসহ অন্যান্য ১৫টি বই রয়েছে ।

মেলার নির্ধারিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৪ টায় শুরু হয়।

মফিদুল হকের সভাপতিত্বে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘অমর একুশের সাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশ নেন খালেদ হোসাইন, আহমাদ মোস্তফা কামাল এবং ফারহান ইশরাক। বাসস।।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত