ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

এনামূল হক পলাশ এর তিনটি কবিতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ০১:১৮

এনামূল হক পলাশ এর তিনটি কবিতা

।। সাওম।।

তোমাতেই অনন্ত ক্ষুধা

পান করি তার সুধা।

নিয়ম করে বন্ধ রেখেছি মুখ প্রাণ ভরে লই সাওমের সুখ।

অনন্ত সাওম আছে এইখানে জীবনের ধ্যান তবুও অন্যখানে।

।। অপ্রেমের পৃথিবীতে।।

বহুকাল বাদে জানা গেছে আজ

অপ্রেমের পৃথিবীতে

আকাশ থেকে নেমে আসছে বাজ।

বহুকাল বাদে জানা গেছে আজ

অপ্রেমের পৃথিবীতে

মানুষগুলো ভীষণ যুদ্ধবাজ।

বহুকাল বাদে জানা গেছে আজ

অপ্রেমের পৃথিবীতে

ভালোবাসা দেওয়াও একটি কাজ।

।। বন্ধুর জন্য ক্বাসিদা ১।।

বন্ধু আমার সুধার নহর

যেন বিষময় বন্য টগর।

বিষ ভরে দিও বুনো এই বুকে বিষে বিষে তবে যাবে সব চুকে।

টগরের দিকে পড়েছে আমার চোখ লজ্জায় লাল তার নাক গাল মুখ।

আমি নেব সুখ টগরের বিষে বনে জঙ্গলে পথে মিলে মিশে।

চৈত্রের খরায় তুমি এক আশা টগরের মুখ দুধের নহরে ভাসা।

আমার বন্ধু বনের ভেতর টগর আমার বাড়ি অনেক দূরের নগর।

কবি পরিচয়

এনামূল হক পলাশ, কবি আচার্য: অন্তারাশ্রম, নেত্রকোনা।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত