ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: প্রচণ্ড গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ২১:০৮

ফটোস্টোরি: প্রচণ্ড গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা
ছবি-নিজস্ব

প্রচণ্ড গরমে প্রতিদিন ঠান্ডা-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও শিশু রোগীকে নিয়ে ঢাকা শিশু হাসপাতালে আসছেন অভিভাবকরা।

হাসপাতাল চত্বরে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও ভোগান্তি চরম পর্যায়ে ঠেকেছে।

বহির্বিভাগে আসা রোগীর ৪০ শতাংশই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত। ঠান্ডা জনিত রোগ নিয়ে আসা শিশুদের চাপ বেড়েছে শিশু হাসপাতালে।

শীতে ঠান্ডা জনিত রোগ থেকে বাঁচার প্রতিকার জানতে চাইলে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক বলেন, এই সময়ে শিশুদের ভালোভাবে যত্ন নিতে হবে।

তাদের যেন খুব ঘেমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পায় অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত