ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ঝাউবন

  রানা মাসুদ

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ১৬:৪২

তুমি এলে যখন খারাপটাই ছিল এই মন

তবুও এই সাগর বালুকা সৈকতের সন্ধ্যা বেলায়

ঢেউ আছড়ে পড়ে উদাস করেছে ঝাউ বন

গোধূলি লজ্জায় লাল হয়েছে আড়ালে তারাদের নিভু নিভু খেলায়।

তোমার ভেজা শাড়ির আঁচল ঝাউ বনের মতই

বাতাসের সাথে করে শুধু খেলা

কিভাবে কেটে যায় এমন সুন্দর ক্ষণ গুলো

বেলা-অবেলা-সন্ধ্যা বেলা।

তোমার শাড়ির আঁচল তোমার সাথেই

যাবে একলা চলে,

শাড়ি নিংড়ে নোনা জলটুকু দিয়ে যাও

আমি পান করব বলে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত