শীঘ্রই আসছে শফিক রিয়ানের তৃতীয় উপন্যাস 'দিগন্তের ওপারে'

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:৫৬ | অনলাইন সংস্করণ

  জার্নাল ডেস্ক

সাহিত্যের মাঝেই যে মানুষটা জীবনের সৌন্দর্য আর আনন্দ খুঁজে বেড়ান। তিনি শফিক রিয়ান। বর্তমানে তৃতীয় উপন্যাস লেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। খুব শীঘ্রই পাঠক মহলে আসছে তার লেখা তৃতীয় উপন্যাস 'দিগন্তের ওপারে।'

সর্বশেষ প্রহেলিকা প্রকাশনী থেকে তার লেখা দ্বিতীয় উপন্যাস ‘মেঘ বিষাদের দিন’ প্রকাশিত হয়েছে। বইটি ইতিমধ্যে অর্জন করেছে পাঠকপ্রিয়তাও।

এর আগে ঘাসফুল প্রকাশনী থেকে ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল লেখকের প্রথম উপন্যাস ‘আজ রাতে চাঁদ উঠবেনা’। কথা সাহিত্যের পাশাপাশি তার ‘কবি’ পরিচয়টিও বতর্মানে পাঠকদের নিকট প্রকাশ্য। লিখেছেন কাব্যগ্রন্থ 'বিধ্বস্ত নক্ষত্র'। ইতোমধ্যেই কবিতাপ্রেমীরা ‘বিধ্বস্ত নক্ষত্র’-কে আশাতীতভাবে গ্রহণ করেছেন।

এ বিষয়ে শফিক রিয়ান বলেন, মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি। কিন্তু লেখাগুলো যে এভাবে পাঠকপ্রিয়তা পাবে তা ভাবিনি। সামাজিক বাস্তবতা, মধ্যবিত্তের জীবন, প্রেম-দ্রোহ আর বিরহের সন্নিবেশে আমার লেখা। এক সময় কেবল নিজের জন্যই লিখে যেতাম। এখন পারিপার্শ্বিক চিন্তাভাবনা মাথায় রেখেও লেখালিখিটা চালিয়ে যাব।

বাংলাদেশ জার্নাল/কেএ