ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

মুন্সীগঞ্জে ২২ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ২

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩০  
আপডেট :
 ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩১

মুন্সীগঞ্জে ২২ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ২
সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের মুক্তাপুরে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার লিটার অবৈধ চোরাই ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ২ জন তেল চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, জলিল সরদার (৪২) ও তারেক রহমান (১৯)।

শুক্রবার দিবাগত রাতে গোপন তথ্যে কোস্ট গার্ডের পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

শনিবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, অভিযানকালে ২টি ইঞ্জিন চালিত স্টিল বডি ট্রলার, ১টি ডিজেল তেলের বাঙ্কার ও আনুমানিক ২২ হাজার লিটার অবৈধ চোরাই ডিজেল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহেণের জন্য জব্দ ডিজেল, স্টিলবডি ট্রলার, ডিজেল তেলের বাঙ্কার ও আটককৃতদের মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে

  • সর্বশেষ
  • পঠিত