ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

গুলমার্গের নৈসর্গ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ১৮:১০  
আপডেট :
 ০৬ অক্টোবর ২০২২, ১৬:৩০

গুলমার্গের নৈসর্গ
সংগৃহীত ছবি

জম্মু ও কাশ্মীরের বারমুলা জেলার অসাধারণ এক দ্রষ্টব্য গুলমার্গ। হিমালয়ের পীর পঞ্জাল শৈলশিরায় পেয়ালার আকারের উপত্যকায় গুলমার্গ অবস্থিত। সমুদ্রতল থেকে এর উচ্চতা ২ হাজার ৬৫০ মিটার। শ্রীনগর থেকে এর দূরত্ব ৫৬ কিমি।

হিমবাহের পলি, ল্যাকাসট্রাইন অবক্ষেপণ ও প্লাইস্টোসিন যুগের মোরাইনসের সমন্বয়ে গুলমার্গের মাটি গঠিত, যার মধ্যে আছে কর্দমশিলা, চুনাপাথর, বেলেপাথর, স্কিস্ট এবং অন্যান্য ধরনের পাথরের আচ্ছাদন। শীতকালে বরফ দিয়ে ঢাকা গুলমার্গের তৃণভূমিগুলিতে, বসন্ত ও গ্রীষ্মকালে ডেইজি, ফরগেট-মি-নট এবং বাটারক্যাপের মতো বুনো ফুল জন্মায়।

তৃণভূমিগুলোর মাঝে মাঝে আছে ঘেরা উদ্যান এবং ছোট ছোট হ্রদ। এগুলো ঘিরে আছে সবুজ পাইন এবং ফারের বন।

গুলমার্গের স্কি এবং অন্যান্য শীতকালীন খেলাগুলো আফার্বত শিখরের ঢাল থেকে হয়, এখানে যার উচ্চতা ৪ হাজার ২৬৭ মিটার। আফার্বত শিখর এবং খিলানমার্গের অনেকগুলি জায়গা থেকে নাঙ্গা পার্বাত এবং হারমুখ পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত