ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ২১:৩৮  
আপডেট :
 ১২ নভেম্বর ২০২২, ২১:৩৯

কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রধান অতিথি থেকে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী।

বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার।

শুক্রবার সকালে শুরু হওয়া ইউনিসেফের সহযোগিতায় ‘হ্যালো বিডিনিউজ২৪ডট কম’র উদ্যোগে দুদিন ব্যাপী এ শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ২০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সাংবাদিক আফরিন মিম।

প্রসঙ্গত ২০১৩ সাল থেকে ইউনিসেফের সহযোগিতায় bdnews24.com দেশব্যাপী ধারাবাহিকভাবে এ কর্মশালার আয়োজন করে আসছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত