ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

সৌদি আরবে মানব পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ১৭:১১

সৌদি আরবে মানব পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার
মানব পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার। ছবি: প্রতিনিধি

সৌদি আরবে মানব পাচার চক্রের মূল হোতা মো. জাহাঙ্গীর হোসেন ও তার সহযোগী মো. লিপিয়ার হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

বৃহস্পতিবার রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীরের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। এরপরও তিনি সৌদি আরবে উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ চাকরি দেয়ার লোভনীয় কথাবার্তা বলে অনেক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগীদের সৌদি আরবে পাঠিয়ে সেখানে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে পুনরায় পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/রাজু

  • সর্বশেষ
  • পঠিত