ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার করতো চক্রটি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৫০

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার করতো চক্রটি

চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়া একটি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। রাজধানীর বাড্ডা এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, চক্রের মূলহোতা মো. ইমাম হোসেন ওরফে রাহাত (২৬) ও তার সহযোগী ইমতিয়াজ হাসান (২৪)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি এবং চাকরির আবেদনপত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতরা সানি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের নামে চুক্তি ভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। দীর্ঘদিন ধরে তারা চাকরি প্রত্যাশী নিরীহ জনগণের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে

  • সর্বশেষ
  • পঠিত