ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

সাংবাদিক আমানুল্লাহ কবীরের স্মরণ সভা

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০২:০৪

সাংবাদিক আমানুল্লাহ কবীরের স্মরণ সভা
সাংবাদিক আমানুল্লাহ কবীরের স্মরণ সভা । ছবি: প্রতিনিধি

বর্ষিয়ান সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থ্য (বাসস) এর সাবেক প্রধান সম্পাদক মরহুম আমানুল্লাহ কবীরে ৪র্থ মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার রাত ৮টায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা'র সভাপতিত্বে স্মরণ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক ও আমানুল্লাহ কবীরের ছেলে শাথিল কবীর।

জামালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নুরুল আলম সিদ্দিকী,জাহিদ হাবিব, সাংবাদিক সাজ্জাদ আনসারী,বজলুর রহমান, মস্তোফা মনজু, জ্যোতিষ চন্দ্র এষ,হালিম দুলাল, শওকত জামান,আনোয়ার হোসেন মুক্তা,সুমন আনসারী, সাইমুম সাব্বির শোভন ও আমানুল্লাহ কবীরের সন্তান স্থপতি সাইমুম কবীর, শিক্ষক ফারহান মাহমুদ কবীর প্রমুখ। বক্তারা আমানুল্লাহ কবীরের ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা অবদান নিয়ে স্বৃতিচারণ করেন।

এর আগে শুক্রবার দুপুরে মরহুম সাংবাদিক আমানুল্লাহ কবীরের জন্মস্থান জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখির পাড়া গ্রামে তার কবরস্থানে জামালপুর প্রেসক্লাব, আমানুল্লাহ কবীর ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়। তার বাড়ির আঙ্গিনায় আমানুল্লাহ কবীর ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত