ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আজকের দিনে ঘটে যাওয়া নানান ঘটনা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০৬:০১

আজকের দিনে ঘটে যাওয়া নানান ঘটনা
প্রতিকী ছবি

আজ ১৪ জানুয়ারি, ২০২২, শনিবার। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৫১৪ - দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন।

১৬৩৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।

১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে।

১৮১৪ - ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়েকে ছেড়ে দেন।

১৮৫৮ - নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়।

১৯০৭ - জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়।

১৯২৯ - আফগানিস্তানের রাজা আমানুল্লাহ সিংহাসন ছেড়ে দেন।

১৯৪৩ - মরক্কোর ক্লাসাব্লাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট বৈঠকে বসেছিলেন।

১৯৬৯ - পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচী গৃহীত হয়।

১৯৬৯ - ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।

১৯৭৫ - চীনে নতুন শাসনতন্ত্র ঘোষণা এবং প্রেসিডেন্ট পদ বিলোপ ঘটে।

১৯৮০ - জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানে আগ্রাসন চালানোর জন্য অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছিল।

১৯৯১ - ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে প্রাণ হারান পিএলও শীর্ষ স্থানীয় নেতা আবু আয়াদ সহ অপর তিন নেতা।

১৯৯৮ - যুক্তরাষ্ট্রের গবেষকরা তাদের এক গবেষণায় প্রমাণ করেন, একটি এনজাইম কোষের মৃত্যু এবং বয়সবৃদ্ধির গতি মন্থর করে।

২০০০ - বসনিয়ার একটি গ্রামে ১৯৯৩ সালে ১০০ জনেরও বেশি মুসলমান বাসিন্দাকে হত্যার অভিযোগে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল পাঁচ বসনীয় ক্রোটকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করেন।

২০০৫ - শনি গ্রহের চাঁদ টাইটানে হুইজেন্স প্রোবের অবতরণ।

২০০৮ - নাসার পাঠানো ম্যাসেঞ্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলার্ধের ছবি তুলতে সক্ষম হয়।

জন্ম:

১৫৫১ - মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক আবুল ফজল জন্মগ্রহণ করেন।

১৮৭৫ - ফরাসি খ্যাতিমান চিকিৎসক এবং সঙ্গীতবিদ আলবার্ট সোয়েৎজার জন্মগ্রহণ করেছিলেন।

১৯০৩ - ইতিহাসবিদ ড. নীহাররঞ্জন রায় জন্মগ্রহণ করেন।

১৯২৫ - জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার ইউকিও মিশিমার জন্ম।

১৯২৬ - লেখিকা মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেন।

১৯২৯ - সঙ্গীতশিল্পী ও সুরকার শ্যামল মিত্র জন্মগ্রহণ করেন।

১৯৫১ - লেখক রাজিব হুমায়ুন জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৭৪২ - ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ এডমুন্ড হ্যালি মৃত্যুবরণ করেন।

১৭৫৩ - আইরিশ দার্শনিক জর্জ বার্কলি মৃত্যুবরণ করেন।

১৮৯৮ - লেখক গণিতজ্ঞ লুই ক্যারল মৃত্যুবরণ করেন।

১৯৫৪ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী বিপিন বিহারী গাঙ্গুলি মৃত্যুবরণ করেন।

১৯৭১ - প্রগতিবাদী সাহিত্যিক ও সংগঠক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৭৮ - মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ কুর্ট গ্যডল মৃত্যুবরণ করেন।

২০০৮ - প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক সেলিম আল দীন মৃত্যুবরণ করেন।

দিবস:

পতাকা দিবস (জর্জিয়া),

বিপ্লব ও যুব দিবস (তিউনেসিয়া),

মাতৃভূমির প্রতিরক্ষা দিবস (উজবেকিস্তান),

জাতীয় বন সংরক্ষণ দিবস (থাইল্যান্ড)।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত