আমিরাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০৩:১৫

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জামাল উদ্দিন নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ জামাল উদ্দিন উপজেলার লালানগর ইউনিয়নের আমড়া কাটার বাড়ি এলাকার বাসিন্দা মৃত ওহাব মিয়ার ছেলে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
|আরো খবর
এ বিষয়ে একই ইউনিয়নের বাসিন্দা ও শারজাহ প্রবাসী আবদুল মুনিম জামাদার বলেন, ঘটনাটি ঘটেছে আমার দোকানের পাশে। সড়ক পার হওয়ার সময় একটি মালবাহী গাড়ির নিচে চাপা পরে সে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা চেষ্টা করছি মরদেহ দেশে পাঠানোর জন্য।
জানা যায়, নিহত জামাল উদ্দিনের বাবা-মা বেচে নেই। তার পরিবারে তিনি ও তার ৩ বোন রয়েছে। ৩ বোনের মধ্যে ২ বোনের বিয়ে হলেও অন্যজন এখনো অবিবাহিতা। অন্যদিকে, নিহত জামাল উদ্দিন ৫ বছর আগে বিয়ে করলেও তার পরিবারে এখনো কোনো সন্তান-সন্ততির জন্ম হয়নি।
এ ব্যাপারে জামালের চাচাতো ভাই মো. দিদার বলেন, সে আমার চাচাতো ভাই হলেও আমার আপন ভাইয়ের চেয়ে কম নয়। তার এমন মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।
বাংলাদেশ জার্নাল/এমএ