অস্ত্র ও হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৫

রাজধানীর ওয়ারী এলাকা থেকে বুধবার রাতে অস্ত্র এবং হত্যা মামলাসহ একাধিক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নকীব হোসেন রানাকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
|আরো খবর
বৃহস্পতিবার র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার নকীব বিভিন্ন থানায় অস্ত্র এবং হত্যা মামলাসহ একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার নামে ঢাকা জেলার সুত্রাপুর থানায় ১৯৯৭ ও ২০০০ সালের পৃথক ২টি অস্ত্র আইন ও ২০০০ সালের ১টি হত্যা মামলা এবং বংশাল থানায় ২০১২ সালের ১টি মাদক মামলা রয়েছে।
মামলার পর থেকে নকীব দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করছিলেন। ২০০০ সালের অস্ত্র আইন মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত নকীবের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।
বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে