রাতে ১০০০ টাকায় কিডনি ডায়ালাইসিস করবে গণস্বাস্থ্য কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩১

সারাদেশে কিডনি রোগীদের ডায়ালাইসিস সংক্রান্ত নানা সমস্যা বিবেচনায় রাতে দুইটি শিফট চালু করছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। রাতের শিফটে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ডায়ালাইসিস সেবা দেবে প্রতিষ্ঠানটি।
|আরো খবর
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি রাত থেকে গণস্বাস্থ্যে ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে অল্প খরচে চতুর্থ শিফট (রাত ৮টা ৩০ মিনিট) ও পঞ্চম শিফটে (রাত ২ টায়) রোগীদের জন্য প্রতি সেশনে ন্যূনতম এক হাজার টাকায় ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশে বিপর্যন্ত ডায়ালাইসিস ব্যবস্থা, গত কয়েকদিন পত্র-পত্রিকায় ও মিডিয়ায় চট্টগ্রাম ও ঢাকায় রোগীদের কান্নাকাটি একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে। এ অবস্থায় গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে রোগীদের রাতে অল্প খরচে চতুর্থ ও পঞ্চম শিফটে ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এজন্য রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে। ডায়লাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি রাতে ১০০ রোগীকে এ সুবিধা দেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/জিকে