আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক পিআইসিইউ ও এনআইসিইউর যাত্রা শুরু
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিশ্বমানের সকল সুযোগ-সুবিধা নিয়ে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক পিআইসিইউ ও এনআইসিইউর যাত্রা শুরু হয়েছে। রোববার ধানমন্ডিস্থ আনোয়ার খান মেডিকেল হাসপাতালে এ ইউনিট দুটির উদ্বোধন হয়।
উদ্বোধনের পর দোয়ায় শরিক হন অতিথিরা। নিজস্ব ছবি
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এমপি।
অন্যান্যের মধ্যে আনোয়ার খান মডার্ণ কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এখলাছুর রহমান, আনোয়ার খান হেলথ্ গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আশরাফ আবদুল্লাহ ইউসুফ, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী, গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সেহেরীন এফ. সিদ্দিকা, অধ্যাপক ডা. এজেডএম মাইদুল ইসলাম বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, অধ্যাপক ডা. আব্দুস সালাম আরিফ বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, অধ্যাপক ডা. এমএ সামাদ বিভাগীয় প্রধান, কিডনি রোগ বিভাগ, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক, ডা. মো. রাজিবুল আলম, মেডিসিন বিভাগের ডা. অধ্যাপক মাহমুদুর রাহমান সিদ্দিকী, শিশুরোগ বিভাগের অধ্যাপক সৈয়দ খাযরুল আমিন, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনোয়ার খান এমপির সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নিজস্ব ছবি
এছাড়াও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষিক, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
ফিতা কেটে উদ্বোধন করেন আনোয়ার খান মডার্ণ কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এখলাছুর রহমান। উদ্বোধনের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনোয়ার খান এমপির সঙ্গে শিক্ষক ও চিকিৎসকবৃন্দ। নিজস্ব ছবি
হাসপাতাল সূত্রে জানা গেছে, পিআইসিইউ বিভাগে ১০টি বেড রয়েছে। এর সার্বিক তত্ববধানে রয়েছেন শিশুরোগ বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হানিফ।
অনুরুপভাবে এনআইসিইউ বিভাগেও ১০টি বেড রয়েছে। এ বিভাগের তত্ববধানে রয়েছেন শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গুল-ই-তাজকিয়া।
বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে