ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের ২০ সদস্য গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪  
আপডেট :
 ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৮

কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের ২০ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতরা। সংগৃহীত ছবি

রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্র এবং কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। সোমবার বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, দেশীয় অস্ত্রশস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা এবং কারওয়ানবাজার এলাকায় প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়ে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা ও কারওয়ানবাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করত। এছাড়া এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে

  • সর্বশেষ
  • পঠিত