বইমেলায় ড. শাহিনের ‘উদ্যোক্তা এবং সফলতা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৯

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিল্প উদ্যোক্তা ড. মুহিবুল্লাহ শাহিনের লেখা ‘উদ্যোক্তা এবং সফলতা’ বই। দেশের তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ বই প্রকাশ করেন লেখক।
|আরো খবর
গত ১৭ ফেব্রুয়ারি একুশ বইমেলার ভিন্নমাত্রা প্রকাশনী এ বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইটির পরিবেশক দি পাথফাইন্ডার পাবলিকেশন্স। বইটি একুশে বই মেলার ৪০৫নং স্টলের ভিন্নমাত্রা প্রকাশনীতে পাওয়া যাচ্ছে।
লেখক ড. মুহিবুল্লাহ শাহিন বলেন, উদ্যোক্তাদের নিয়ে তেমন কোনো প্রকাশণা আমাদের দেশে নেই। তাই নতুন ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে আমার এই বই লেখা। তরুনরা উৎসাহিত হলেই আমার এ লেখা সার্থকতা লাভ করবে।
বাংলাদেশ জার্নাল/এএইচ/জিকে