সুপ্রীমকোর্ট বার নির্বাচন
বিএনপিপন্থি আইনজীবীদের বাধার মুখে ভোটগ্রহণ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১২:৫৯ আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৩:০৭

বুধবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোট শুরু হয়। পরে বিএনপিপন্থি আইনজীবীদের বাধার মুখে তা আপাতত বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার পর এ নির্বাচনে হট্টগোল, ধাওয়া-পালটাধাওয়া ও হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। পরে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ শুরু করে। ফলে নির্বাচন কমিশন ভোট গ্রহন বন্ধ রাখেন।
|আরো খবর
জানা গেছে, এদিন সকাল ৮টার আগে থেকেই ভোট দেয়ার জন্য জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। এর মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা (সাদা প্যানেল) তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে যান। কয়েকজন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু বাধা দেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের আইনজীবীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৫ শতাধিক (৩০ প্লাটুন) পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা অভিযোগ করেন, ব্যারিস্টার খোকন ও কাজলের নেতৃত্বে ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। অপরদিকে, বিএনপিপন্থি আইনজীবীদের অভিযোগ, রাতেই ব্যালট পেপার সিল মারা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/কেএ/এমপি