বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ২১:৫৬

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পিত শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ।
|আরো খবর
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন ও নির্বাহী পরিষদ সদস্য আসাদুর রহমানসহ অনেকে।
বাংলাদেশ জার্নাল/সুজন/জিকে