চকবাজারে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ১৭:৩৩ আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৮:২৪

পুরান ঢাকার চকবাজারে রোজার প্রথম দিন ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে পুলিশ বলে অভিযোগ পাওয়া গেছে। ফটো সাংবাদিক অপু ঢাকা ট্রিবিউনে কর্মরত আছেন।
|আরো খবর
শুক্রবার বিকেল ৩টার পর চকবাজার থানার সামনে এই ঘটনা ঘটে।
চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, একটি ভুল বোঝাবুঝি হয়েছিলো। কোনো সমস্যা নেই, মিলমিশ করে দেয়া হয়েছে।
ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু বলেন, চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় সিভিল পোশাকে এসি জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ এসেই আমার মুখে ঘুষি মারেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নিয়ে যায়।
সাংবাদিককে মারধরের বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারো গায়ে হাত তোলা হয়নি।
বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস