স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ২২:৫৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
|আরো খবর
রোববার জাতীয় প্রেস ক্লাবে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাদুজ্জামান, সাবেক দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, ঢাকা সাব এডিটরস কাউন্সিলেও সাবেক সভাপতি জাকির হোসেন ইমন প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/জিকে