ঢাকা, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

এবার জনপ্রতি ফিতরা কত, জানা যাবে রোববার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১২:৪১

এবার জনপ্রতি ফিতরা কত, জানা যাবে রোববার
ছবি: প্রতীকি
নিজস্ব প্রতিবেদক

চলতি বছর সদাকাতুল ফিতর (ফিতরা) কত, জানা যাবে রোববার (২ এপ্রিল)। এদিন বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে ফিতরা নির্ধারণ করা হবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ফিতরা নির্ধারণের জন্য ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি রোববার বৈঠকে বসবে।

গত বছর বাংলাদেশে ফিতরার হার ছিল জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইসলামী আইন অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত