কেনিয়ায় ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
হারুন অর রশীদ, কেনিয়া থেকে
প্রকাশ : ১৭ মে ২০২৩, ২১:৫৪

কেনিয়ার রাজধানী নাইরোবিতে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে ১৪ মে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়। পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরের কারণে নববর্ষ উদযাপনের তারিখ পিছিয়ে এদিন উদযাপন করা হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশনের সংগে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। হাই কমিশনার তারেক মোহাম্মদ স্বাগত বক্তব্যে দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন। তিনি বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান পয়লা বৈশাখ উদযাপনকে একটি সার্বজনীন উৎসব এবং এর সংগে ধর্মীয় কোনো বিরোধ নেই বলে ব্যাখ্যা করেন। বাঙালির ঐতিহ্য ও সাংস্কৃতিকে হৃদয়ে ধারণ এবং তা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান হাই কমিশনার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরাগান, বৈশাখী গান, বাংলা সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা, শিশুদের নৃত্য, পাপেট শো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আলপনা অংকন করে সজ্জিত করা হয়। প্রবাসী বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানটি উপভোগ করেন। পরে পিঠা, পায়েশ ও ভর্তাসহ নানাবিধ দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বাংলাদেশ জার্নাল/আরকে