হত্যা ও অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৩, ১৮:৩২ আপডেট : ২১ মে ২০২৩, ১৮:৩৭
চোরাই মালামাল উদ্ধারসহ হত্যা ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. জসিম উদ্দিন জসিম। তিনি ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় থাকতেন।
|আরও খবর
মতিঝিল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গত ৯ মে জীবন বীমা ভবনের পেসিফিক অটোমেশন সিস্টেমস নামক প্রতিষ্ঠানের দরজার লক কেটে পিবিএক্স এক্সটেনশন কার্ড, বোসানিয়া ব্রান্ডের টেলিফোনসেটসহ বেশ কিছু নগদ টাকা চুরি হয়। পরে প্রতিষ্ঠানের মালিক মতিঝিল থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
ওসি বলেন, মামলার পরপরই ওই অফিসসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে শনাক্ত করা হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই অফিস থেকে চুরি হওয়া ৩টি পিবিএক্স এক্সটেনশন কার্ড, ৬টি ইন্টারকম সেট ও চুরি করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
ওসি মিজানুর আরও বলেন, গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় একটি অস্ত্র মামলাসহ মতিঝিল থানায় আরও একটি চুরির মামলা রয়েছে।
আরো পড়ুন: রাজধানীতে দুই হত্যা মামলায় গ্রেপ্তার ১৪
বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে