কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১৩:০১

কুয়েতের মতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৫৮) নামের একজন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় রোববার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
|আরও খবর
জানা যায়, প্রতিদিনের মত ট্যাংকার চালিয়ে মতলা থেকে জাহরা এলাকায় যাচ্ছিলেন জহিরুল। এক পর্যায়ে ওভার ব্রিজের ওপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে ছিটকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জহিরুল ইসলাম ঢাকা জেলার কেরানীগন্জ মডেল থানার সোনাকান্দা গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন পানির ট্যাংকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আলমগীরের মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন নিহতের প্রবাসী স্বজনরা।
আলমগীরের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামে।
সর্বশেষ করোনার আগে দেশে ছুটি কাটিয়ে কুয়েতে কর্মস্থলে ফিরেছিলেন তিনি।
আরও পড়ুন: কুয়েতে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২ বাংলাদেশির
বাংলাদেশ জার্নাল/কেএ