ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

শাবল দিয়ে আঘাত করে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৩:১৮  
আপডেট :
 ০৬ জুন ২০২৩, ১৩:৪৯

শাবল দিয়ে আঘাত করে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন
ফাইল ছবি

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে খুনের ঘটনায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আ ন ম ইলিয়াসের আদালতে এ রায় দেয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২১ জুলাই পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুরে স্বামী মোফাজ্জল হোসেনকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে স্ত্রী জুনু বেগম।

এ ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে জুনু বেগমকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পরে আদালতে জুনু বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট খন্দকার হালিম জানান, মঙ্গলবার দুপুরে আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ১০ মাস ১৪ দিনের মাথায় এই রায় দেয়া হলো। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয় অভিযুক্ত জুনু বেগমকে।

আরও পড়ুন: শিক্ষার্থী আশিক হত্যা: পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত