পুলিশ কনস্টেবল বাদল হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৭:০২ আপডেট : ০৬ জুন ২০২৩, ১৭:১০

রাজধানীর মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
|আরও খবর
মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রিপন নাথ ঘোষ, বিশ্বজিৎ চন্দ্র দাস, ইব্রাহিম খলিল ওরফে কসাই খলিল, রতন চন্দ্র দাস ও হুমায়ন কবীর।
২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শাহবাগে গণজাগরণ মঞ্চে দায়িত্বরত ছিলেন ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরের কোম্পানি-২-এর কনস্টেবল বাদল মিয়া। ২২ ফেব্রুয়ারি তার লাশ উদ্ধার করা হয় মতিঝিল থেকে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়।
বিস্তারিত আসছে...
বাংলাদেশ জার্নাল/আরকে