উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহসহ উন্নয়ন দাবি নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ২১:১২

উত্তরাঞ্চলের ১৬ জেলায় গ্যাস সরবরাহ, সংবিধান অনুযায়ী, সুষম বন্টন নিশ্চিত করতে শিল্প কলকারখানা স্থাপনসহ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণে সরকারের প্রতি দাবি জানিয়েছে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম।
|আরও খবর
মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নির্বাহী কমিটির বৈঠকে এ দাবি জানানো হয় ।
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমুল হক সরকারের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সংগঠনের যুগ্ম সম্পাদক মানিক মুনতাসির, কোষাধ্যক্ষ আবু আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, নির্বাহী কমিটির সদস্য আঞ্জুমান আরা মুন, শামসুল আলম সেতু, জামিউল হাসান শিপু, এম এ মান্নান, মনোরমা আকতার, শাহাদাত স্বপন, নির্মল বর্মনসহ আরও অনেকে।
বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। বাংলাদেশ জার্নাল/এমএস