যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ২৩:০৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহীন আলমকে (৩৪), গ্রেপ্তার করেছে র্যাব-১০।
|আরও খবর
বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তার শাহীন দীর্ঘদিনের পলাতক মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন জানিয়েছেন, আইনের হাত থেকে বাঁচাতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।
গ্রেপ্তার শাহীনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/জিকে