ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

লক্ষ্মীপুর জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য হচ্ছে বিশ্রামাগার

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৩, ১৪:৩৬

লক্ষ্মীপুর জেলা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য হচ্ছে বিশ্রামাগার
আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তিপ্রস্তর উদ্বোধন। ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ।

শনিবার (১০ জুন) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম, জেলা প্রশাসক মো. আনোয়ান হোসাইন আকন্দ, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহম্মদ ফেরদৌস মানিক, সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ।

ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপস্থিত সুধীজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন মো. আকরাম হোসেন চৌধুরী। এ সময় বিচারপ্রার্থী মানুষের আশু কল্যাণ ও বিচারপ্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে ন্যায়কুঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই বিশ্রামাগারে বিচারপ্রার্থীদের বসার জন্য আসন, নারী-পুরুষ শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা ও একটি করে দোকান থাকবে।

জানা যায়, আইন বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এ কাজটি বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ। ইতিমধ্যে এ কাজের বিপরীতে প্রায় ৫৭ লক্ষ টাকা অর্থ ছাড় হয়েছে। এছাড়া যাবতীয় টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে।

লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, 'নিকুঞ্জ' নামের এ স্থাপনাটি হবে ১০০০ স্কয়ার ফিট বা ৯৩ স্কয়ার মিটার প্রশস্ত একতলা বিশিষ্ট ভবন। এখানে একটি ব্রেস্ট ফিডিং রূম, একটি শপ, দুইটা টয়লেটসহ একটি বড় আকারের ওয়েটিং রুম থাকবে।

কাজটি নির্মাণের দায়িত্ব পেয়েছে ‘এস অনন্ত বিকাশ ত্রিপুরা’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। শিগগির কার্যাদেশ পাওয়ার পরই তারা কাজটি নির্মাণ শুরু করবে।

আরও পড়ুন: অর্পিত সম্পত্তি লিজ দিতে পারবেন জেলা প্রশাসকরা: হাইকোর্ট

বাংলাদেশ জার্নাল এমপি

  • সর্বশেষ
  • পঠিত