ঢাকা, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বার্লিনে ঈদুল আজহা উদযাপিত

  জার্মানি প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৩:৪২  
আপডেট :
 ২৯ জুন ২০২৩, ০৩:৪৬

বার্লিনে ঈদুল আজহা উদযাপিত
বার্লিনে ঈদুল আজহা উদযাপিত । ছবি: প্রতিনিধি

সারাবিশ্বের মুসলিম প্রধান দেশ সৌদিআরব, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ অন্যান দেশের সাথে মিল রেখে জার্মানিতেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী অধ্যুষিত বার্লিনের প্রায় সবকটি মসজিদে ২টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিন তবে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় টেম্পলহফার ফেল্ডের খোলা মাঠে। একই সাথে রাজধানীর নয়কোলনের বায়তুল মোকাররম মসজিদেও নামাজ আদায় করতে উপস্থিত হন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লী।

পরে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ নরনারী বাংলাদেশসহ সারাবিশ্বের সবার জন্য ঈদের শুভেচ্ছা জানান।

এমন দিনে বাংলাদেশের মত পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পেরে ভীষণ খুশী প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত