ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

দাম কমল আইফোনের

  প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৪  
আপডেট :
 ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৮

দাম কমল আইফোনের
আইফোন । ছবি: সংগৃহীত

অ্যাপেলপ্রেমীদের জন্য নতুন ফিচার নিয়ে আইফোন ১৫ সিরিজের বেশ কয়েকটি মডেল বাজারে নিয়ে এসেছে অ্যাপেল কোম্পানী কর্তৃপক্ষ। সর্বশেষ সংস্করণের মধ্যে রয়েছে- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।

এদিকে প্রতিবছরের ন্যায় এবারও অ্যাপেল কর্তৃপক্ষ তাদের পুরনো মডেলের ফোন গুলোর দাম কমিয়েছে। কিছু মডেলের ফোন বাজার থেকে তুলে নিয়েছে। চাইলে আপনিও জেনে নিতে পারেন পুরনো মডেলের আইফোন গুলোর দাম।

অ্যাপল আইফোন ১৪ (১২৮ জিবি): দাম ৬৯ হাজার ৯০০ রুপি। এই মডেলটি ৭৯,৯০০ রুপিতে বাজারে এসেছিল। এখন এটির দাম ১০ হাজার রুপি কমানো হয়েছে।

অ্যাপল আইফোন ১৪ (২৫৬ জিবি): দাম ৭৯ হাজার ৯০০ রুপি।

অ্যাপল আইফোন ১৪ (৫১২ জিবি): দাম ৯৯ হাজার ৯০০ রুপি। আগে এই ফোনের দাম ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি। বর্তমানে কমেছে ১০ হাজার রুপি।

অ্যাপল আইফোন ১৪ প্লাস (১২৮ জিবি): দাম ৭৯ হাজার ৯০০ রুপি। এই ফোনটির দাম কমেছে ১০ হাজার রুপি। আগে ছিল ৮৯ হাজার ৯০০ রুপি।

অ্যাপল আইফোন ১৪ প্লাস (২৫৬ জিবি): দাম ৮৯ হাজার ৯০০ রুপি। আগে ছিল ৯৯ হাজার ৯০০ রুপি। ১০ হাজার রুপি কমেছে এখন।

অ্যাপল আইফোন ১৪ প্লাস (৫১২ জিবি): দাম ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি। ১ লাখ ১৯ হাজার ৯০০ রুপি থেকে দাম কমেছে ১০ হাজার রুপি।

অ্যাপল আইফোন ১৩ (১২৮ জিবি): দাম ৫৯ হাজার ৯০০ রুপি। দাম কমেছে ২০ হাজার রুপি।

অ্যাপল আইফোন ১৩ (২৫৬ জিবি): দাম ৬৯ হাজার ৯০০ রুপি। এই ফোনটি যখন বাজারে এসেছিল তখন দাম ছিল ৮৯ হাজার ৯০০ রুপি। দাম কমেছে ২০ হাজার রুপি।

অ্যাপল আইফোন ১৩ (৫১২ জিবি): দাম ৮৯ হাজার ৯০০ রুপি। ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি থেকে দাম কমে এখন বিক্রি হচ্ছে ৮৯ হাজার ৯০০ রুপিতে।

অ্যাপল আইফোন ১২ (৬৪ জিবি): দাম ৪৮ হাজার ৯৯০ রুপি। আগে এটির দাম ছিল ৬৫ হাজার ৯০০ রুপি। ১৬ হাজার ৯১০ রুপি কমেছে দাম।

অ্যাপল আইফোন ১২ (২৫৬ জিবি): দাম ৬৪ হাজার ৯৯০ রুপি। ৮০ হাজার ৯০০ থেকে কমিয়ে এখন বিক্রি হচ্ছে ৬৪ হাজার ৯৯০ রুপিতে। দাম কমেছে ১৯ হাজার ৯১০ রুপি।

এদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্স হতে যাচ্ছে এবারের সবচেয়ে দামি ফোন। স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহারের জন্য আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের দাম হতে পারে ১ হাজার ২৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল ১ হাজার ৯৯ ডলার আর আইফোন ১৫ মডেলের দাম হতে পারে ৭৯৯ ডলার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ জার্নাল/আইজে

  • সর্বশেষ
  • পঠিত