এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁইছুঁই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১৮:১৭
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে দাঁড়িয়েছে যা প্রায় তিন লাখ ছুঁইছুঁই করছে।
এছাড়া গত একদিনে সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় একজন এবং ঢাকার বাইরে তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৫৪৩ জন। এর মধ্যে ঢাকা সিটির মধ্যে ৮৯৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৪৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২০৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৭১০ জন।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৯৯ হাজার ৯৬৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৯৩ হাজার ২৩৫ জন।
বাংলাদেশ জার্নাল/এসএ