ঢাকা, রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

বিকাশ প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  নিজস্ব প্রতি‌বেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৪:৪৯

বিকাশ প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বিকাশ প্রতারণা চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে এন্টি টেররিজম ইউনিট । ছবি: প্রতিনিধি

ফরিদপুর জেলার ভাঙ্গা থানা, মাদারীপুর জেলার শিবচর থানা ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চা‌লি‌য়ে বিকাশ প্রতারণা চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তারকৃতরা হ‌লো- মো. মনির মুন্সি (২৫), মো. ফয়সাল খালাসী (৩২), মো. মাহবুবুর রহমান (৩৩) ও মীর নিজাম (৩৬)।

ডিএমপির উত্তরা পূর্ব থানার অধিযাচন পত্রের ভিত্তিতে অনুসন্ধান ক‌রে সোমবার (২০ নভেম্বর) তা‌দের গ্রেপ্তার করা হয় ব‌লে জা‌নি‌য়ে‌ছে এটিইউ।

গ্রেপ্তারকৃতদের কাছ থে‌কে ১০টি মোবাইল সেট, ১৮ টি সিমকার্ড ও নগদ ৬১ হাজার ৫০ টাকা জব্দ করা হয় জা‌নি‌য়ে এটিইউর এএস‌পি ওয়া‌হিদা পারভীন ব‌লেন, গ্রেপ্তারকৃতরা গত ৩০ আগস্ট দুপুরে ফোন করে নিজেদেরকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে জনৈক মাহমুদুর রহমানের (৪৭) ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে কার্ড থেকে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা নিয়ে নেয়।

মাহমুদুর রহমান এ বিষ‌য়ে ভি‌ত্তি‌তে উত্তরা পূর্ব থানায় মামলা ক‌রেন।

ওয়া‌হিদা পারভীন ব‌লেন, গ্রেপ্তার মাহবুব এই ধরণের প্রতারণামূলক কাজের সাথে দীর্ঘদিন যাবত জড়িত। তি‌নি বিভিন্ন নাম্বার টার্গেট করে টার্গেটকৃত ব্যক্তিদের সাথে কথা বলে তাদের সকল তথ্য সংগ্রহ করে থাকে।

অপরজন মনির মুন্সি বিভিন্ন স্থানে ঘুরে ভিকটিমদের কাছ থেকে প্রতারণা করে গৃহীত টাকা উত্তোলন করে মাহবুবের কাছে জমা দেন। গ্রেপ্তার ফয়সাল তার নিজ বাড়ীতে বসে তাদেরকে কাজের সুযোগ করে দেন এবং ফয়সালের কাছে মাহবুব ব্যবহৃত ফোন ও সিম রাখেন।

গ্রেপ্তার নিজাম মাহবুবকে ভুয়া নিবন্ধিত সিম সংগ্রহ করে দেন এবং প্রতারণার মাধ্যমে ‌নেয়া টাকা বিভিন্ন বিকাশ এজেন্ট থেকে উত্তোলন করে মাহবুবের কাছে দেন।

‌গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ জার্নাল/সুজন/আরআই

  • সর্বশেষ
  • পঠিত