ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

খেলা হবে

  রাজীব কুমার দাশ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ১৭:২২  
আপডেট :
 ২৪ নভেম্বর ২০২৩, ১৭:৫৭

খেলা হবে
রাজীব কুমার দাশ। ফাইল ছবি

কি খেলা! কীসের খেলা? কথার আগামাথা নাই। সমস্বর চিৎকারে আজব দেশের বলছে সবাই- খেলা হবে, খেলা হবে। কী এক আজব দেশের গজব মার্কা ভাষা। ফেসবুক টক শো ভাষা, স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটি মুখের ভাষা। রাজনীতি ইচ্ছেনীতি ভাবনীতি প্রেমনীতির সলজ্জ নির্লজ্জ একমাত্র ভাষা- খেলা হবে।

সেই মরণ খেলার ইহকাল পরকাল পরিণাম না জেনে গবা দেশের প্রেমিকা হবা, তার মা জবা, বাবা ভবা, মিলেমিশে সিদ্ধান্ত নেয়- সহজ সরল হৃদয় খালি করে দু'হাতে ঢেলে দেয়া অসময় প্রেমিক রাফতাকে যে কোনো মূল্যে ছেড়ে আসতেই হবে। বলে রাখা ভালো, হৃদয়ের সবটুকু ভালোবাসা একেবারে ঝেড়ে ঝুরে প্রেমিকাকে নিতে নেই। যেমন ভাবা তেমন কাজ মনে রাফতা প্রেমিকা পারমিতা হবা নিয়ম করে ছাদ বাগান সাজায়। সময় গ্যাঁড়াকলে জীবন রাঙিয়ে সুখি হতে চায়। নিয়ম করে বন্ধুদের সাথে খেতে যায়। পুরান প্রেমিক ভাবা নিয়ে শুতেও যায়। বারবার অর্গাজম না হবার তাপিত কাম যন্ত্রণা নিয়ে মাঝে মাঝে ছেড়ে আসা প্রেমিক রাফতার সাথে সকাল বেলার মিনিট তিন চারেক সঙ্গমের হৃদয় খেলার গল্প শোনান।

জিজ্ঞেস করেন, 'রাফতা, আমার শোয়াশোয়ি গল্পে তোমার হৃদয়ে বেশি ব্যাথা হচ্ছে? প্লিজ কস্ট পেয়ো না লক্ষীটি।

আমার কথা মনে হলে তোমার অনেক অনেক কস্ট হবে সারাজীবন।

প্রেমিকা হবা মনে করে, এইত হয়ে

গেছে বুঝি- হৃদয় ভাঙা খেলা। তার

মা বাবা সবাই খুশি। তাদের একমাত্র

আদুরে মা মণি রাফতা প্রেমিকের হৃদয় নিয়ে খেলছে। ইস! কত মজা, কত মজা কত আনন্দ।

আজ হৃদয় ভাঙা ফাইনাল খেলা। মাঠে দেখা গেল প্রেমিক রাফতা নেই। পড়ে আছে ক্রিকেটীয় হৃদয় খেলা প্রেমিক রাফতা হৃদয় কষ্টের খালি ব্যাড প্যাড বল ভাঙা স্ট্যাম্প। খোশ মেজাজে প্রেমিকা হবা- মা বাবা চাষাভূষা প্রেমিক ভাবা হৃদয় ভাঙা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি টিকিট হাতে সকাল হতে অপেক্ষা করছে।

এ কী! গহীন বেদনার বৈশাখী ঝড়ে হৃদয় ভাঙা স্টেডিয়ামের ক্রিকেট পিচ দেবে গেছে। প্রেমিক রাফতা হৃদয় খেলার ইনসুইং আউটসুইং পারঙ্গম বৈতরণী পার হয়ে সবকিছু হৃদয়ঙ্গম করে নিয়েছে। খেলা হবে খেলার আম্পায়ার হয়ে হৃদয় ভাঙা স্টেডিয়ামের ফাইনাল খেলাটা পরিত্যক্ত ঘোষণা করে উজানি নগরের তপস্বী প্রেমিকা হৃদয়ে চলে গেছে। হৃদয় ভাঙা স্টেডিয়ামে 'খেলা হবে, খেলা হবে ' ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট শেষ ম্যাচে ফ্লাড লাইটের শেষ দেখাদেখি আলোটাও চিরতরে নিভে চলেছে।

লেখক: প্রাবন্ধিক ও কবি, পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ। মেইল: [email protected]

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত