ঢাকা, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

ফেসবুক লাইভে এসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৩:২৭  
আপডেট :
 ১০ নভেম্বর ২০২৪, ১৩:২৯

ফেসবুক লাইভে এসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের আজকের ঘোষিত কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে ১৬ মিনিটের লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ওরা সোশ্যাল মিডিয়ায় খুব লাফালাফি করে। ওদের কমেন্টের প্যাটার্ন দেখলে যে কেউ বুঝবে ওরা মুর্খ। ওরা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যে একটা কমেন্ট লিখবে সেটা লেখার ন্যূনতম যোগ্যতাও নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা আগে বিএনপিকে লক্ষ্য করে সার্কাজম করতেন যে, বিদেশে বসে কিছু হবে না। আবার বলেছেন, দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না। তো আজকে আপনারা বিদেশে কেন? আপনারাও দেখা দেন, একটা মিনিটের জন্য একটু দেখা দেন। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। অপনারা কোথায় আছেন?

লাইভে তিনি আরও বলেন, হারপিক মজুমদার না কি যেন নাম, উনি উপদেষ্টাদের নামে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নামে আন্তর্জাতিক আদালতে নাকি মামলা করেছেন। আবার বলছেন, তাদের সঙ্গে নাকি জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেন পালিয়ে গেল? মুর্খের দল কিছুই বোঝে না। ওদের কোনো আত্মমর্যাদা নেই।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত